বুধবার, ২৯ জুন, ২০১৬

আল্লামা সাঈদীর  কারাজীবনের ৬টি বছর

২৯ জুন । বাংলাদেশের ইতিহাসে আরেক কালো দিন ।
আল্লামা সাঈদীর  কারাজীবনের ৬টি বছর পূর্ণ হলো আজ ।
এই ৬ বছরের মোট ২১৯০ দিনে কতোই না ঘটনা ঘটে গেছে আমাদের জীবনে । আমার আব্বা হারিয়েছেন তাঁর মমতাময়ী মাকে, তাঁর কলিজার টুকরা বড় সন্তান মাওলানা  রাফীক বিন সাঈদীকে । দুজনের দাফন তিনি দিতে পারেন নাই শুধু নয় আজও তাদের কবরটা দেখতে পারেন নাই !

২০১০ সালের এইদিনে বিশ্ব নন্দিত মুফাসসির, আল্রামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাস্যকর এক মামলায় গ্রেফতার করে আওয়ামী সরকার । গ্রেফতার করে এই জালিম সরকার টানা ৪১ দিনের রিমান্ডে নেয় আল্লামা সাঈদীকে । তাঁর মতো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একজন নেতার বিরুদ্ধে রিমান্ডের আবেদন ও এতো দীর্ঘদিনের রিমান্ড মঞ্জুর রাজনৈতিক ইতিহাসে বিরল । অত:পর শতাব্দীর নিকৃষ্টতম মিথ্যাচার করে আল্লামা সাঈদীকে 'যুদ্ধাপরাধী' বানানোর অপচেষ্টা এবং সবশেষে বিশ্ববাসীকে অবাক করে দিয়ে আল্লামা সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসির রায় ও পরবর্তীতে যাবজ্জীবন কারাদন্ড ঘোষনা করে ফ্যাসিবাদি আওয়ামী সরকার ।



আল্রামা সাঈদীর অপরাধ, তিনি আল্লাহর একত্ববাদ প্রচার করেন । তার অপরাধ, তিনি কোরআনের দাওয়াত বাংলার প্রতিটি আনাচে কানাচে পৌছে দেন । তার অপরাধ, তিনি ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলেন । তার অপরাধ, তিনি আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন ।  তার অপরাধ, তার কথা শোনার জন্য লাখো মানুষ জড়ো হয় । তার অপরাধ, তার মুখে কোরআনের তাফসীর শুনে সহস্রাধিক অমুসলিম ইসলাম গ্রহন করেছে। তার অপরাধ, তাকে লাখো কোটি মানুষ তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসে !!

প্রচণ্ড গরম ও নিঃসঙ্গ একাকিত্ব নিয়ে বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের অন্ধকার প্রকোষ্টে বন্দী জীবন যাপন করছেন বিশ্ববরেণ্য এই আলেমে দ্বীন । ফ্যাসিবাদি এই সরকার আল্লামা সাঈদীকে বন্দী করে রাখেনি, বন্দী করে রেখেছে কোরআনের পাখিকে । বন্দী করে রখেছে, ১৬ কোটি জনতার আবেগ-অনুভুতি আর ভালোবাসাকে । বন্দী করে রেখেছে কোটি জনতার হৃদয় স্পন্দনকে ।


আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা রায় ঘোষনার পরে দেশপ্রেমিক জনতা আল্লামা সাঈদীকে কতখানি ভালোবাসে তার প্রমাণ বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে । একজন মানুষের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষনার পরে অন্যায় মৃত্যুদণ্ডের প্রতিবাদে প্রায় আড়াই শত মানুষের জীবনদানের ঘটনা পৃথিবীতে আর কখনো, কোনদিন ঘটেনি ।

আজ রমাদানের নাজাতের এই শেষ দশকে আসমান ও জমিনের মালিকের কাছে বিনয়াবনত চিত্তে আমরা প্রার্থনা করছি,


হে আরশের মালিক !!
রক্ত স্রোতে ভাসিয়ে এই জাতির ঈমানের পরীক্ষা এতো কঠোরভাবে তুমি নিও না । তোমার কাছে চাইতে কৃপণতা করব না হে পরওয়ারদিগার,
তুমি আল্লামা সাঈদীকে কুরআনের ময়দানে ফিরিয়ে দাও ।
আমরা জানি তুমি চাইলে হাজারো ‘সাঈদী’ এই দুনিয়ায় পাঠাতে পারবে
কিন্তু আমাদের তো এই মুহুর্তে সাঈদীকেই আজ বেশি প্রয়োজন !

ও আল্লাহ রাব্বুল আলামীন !
তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম !
তুমি আমাদের কলিজার টুকরা ‘সাঈদীকে’ আমাদের মাঝে ফিরিয়ে দাও ।।
#FreeAllamaSayedee #SaveBangladesh — feeling হে আল্লাহ্‌! তুমি কুরআনের পাখিকে কুরআনের ময়দানে ফিরিয়ে দাও...