মঙ্গলবার, ২ জুন, ২০২০

কিয়ামতের ভয়াবহতা


কিয়ামতের_ভয়াবহতা


আকাশ

فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ
যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, অতঃপর তা তখন রক্তবর্ণ গোলাপের ন্যায় রঞ্জিত লাল চামড়ার মতো হবে । সুরা আর-রাহমানঃ ৩৭
وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ
আর সেদিন আসমান বিদীর্ণ হয়ে যাবে ও ফলে সেদিন হবে বিক্ষিপ্ত । সুরা হাক্কাহঃ ১৬
يَوْمَ تَكُونُ السَّمَاءُ كَالْمُهْلِ
সেদিন আকাশ হবে গলিত তামার মতো । সুরা মাআরিজঃ ০৮
يَوْمَ تَمُورُ السَّمَاءُ مَوْرًا
সেদিন আকাশ তীব্র ভয়ংকর ভাবে প্রকম্পিত হবে । সুরা তুরঃ ০৯

وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ
যখন আকাশ ছিদ্রযুক্ত হবে । সুরা মুরসালাতঃ ০৯

সূর্য এবং চাঁদ

إِذَا الشَّمْسُ كُوِّرَتْ
যখন সূর্যকে আলোহীন করে গুটিয়ে নেয়া হবে । সুরা তাকভীরঃ ০১
وَخَسَفَ الْقَمَرُ
চন্দ্র জ্যোতিহীন / কিরনহীন হয়ে যাবে । সুরা কিয়ামাহঃ ০৮
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ
এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে । সুরা কিয়ামাহঃ ০৯

তারকারাজি

إِذَا النُّجُومُ طُمِسَتْ
অতঃপর যখন নক্ষত্রসমুহ আলোহীন হয়ে নির্বাপিত হবে । সুরা মুরসালাতঃ ০৮
وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ
যখন তারকারাজি মলিন হয়ে ছড়িয়ে পড়বে । সুরা তাকওয়ীরঃ ০২
وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ
যখন নক্ষত্রসমূহ ঝরে ঝরে পড়বে । সুরা ইনফিতারঃ ০২

পৃথিবী

পৃথিবীকে এমন মসৃণভাবে সপ্রসারিত করা হবে যে তাতে কোন রাস্তা মোড় ঢিলা থাকবে না ।
إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا
যখন জমিন প্রকম্পিত হবে প্রবল প্রকম্পনে । সুরা ওয়াক্বিয়াহঃ ০৪
#আল্লাহর_ভয়ে_পৃথিবী_কাপতে_থাকবে
يَوْمَ تَرْجُفُ الْأَرْضُ وَالْجِبَالُ وَكَانَتِ الْجِبَالُ كَثِيبًا مَّهِيلًا
যেদিন জমিন ও পৃথিবী পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড় সমূহ হয়ে যাবে চলমান বালুকাস্তুপ । সুরা মুযযাম্মিলঃ ১৪
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا. وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا
যখন প্রচন্ড কম্পনে পৃথিবী প্রকম্পিত হবে, আর জমিন তার বোঝা বের করে দেবে । সুরা যিলযালঃ ০১-০২
فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ . وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً
যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার । এবং পৃথিবীর জমিন ও পর্বতমালা উত্তোলিত হবে ও একটিমাত্র আঘাতে চুর্ণ-বিচুর্ণ হয়ে যাবে । সুরা হাক্কাহঃ ১৩-১৪
وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا
এবং নিশ্চয়ই তার উপর যাকিছু রয়েছে, অবশ্যই তা আমি উদ্ভিদহীন শুস্ক মাটিতে পরিণত করে দেবো । সুরা কাহাফঃ ০৮

পাহাড়

পাহাড়_পর্বত_ভেংগে_চুরমার_হয়ে_মেঘমালার_ন্যায়_চলমান_হবে


وَتَرَى الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَهِيَ تَمُرُّ مَرَّ السَّحَابِ ۚ صُنْعَ اللَّهِ الَّذِي أَتْقَنَ كُلَّ شَيْءٍ ۚ إِنَّهُ خَبِيرٌ بِمَا تَفْعَلُونَ
আর তুমি পাহাড় পর্বতমালাকে দেখে স্থির মনে করো, অথচ সেদিন এগুলো মেঘমালার মত চলমান হবে । এটা আল্লাহর কারিগরী, যিনি সবকিছুকে করেছেন সুসংহত । নিশ্চয়ই তোমরা যা কিছু করছো, তিনি তা বিশেষভাবে অবগত আছেন । সুরা নামলঃ ৮৮
وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
এবং পাহাড় সমুহকে চলমান করা হবে ফলে পর্বতমালা মরীচিকা হয়ে যাবে । সুরা নাবাঃ ২০
وَيَسْأَلُونَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ يَنسِفُهَا رَبِّي نَسْفًا
তারা আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করে ? অতএব, আপনি বলুনঃ আমার পালনকর্তা পাহাড়সমূহ পর্বতমালাকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন । সুরা ত্ব-হাঃ ১০৫
وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا . فَكَانَتْ هَبَاءً مُّنبَثًّا
এবং পর্বতমালা ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়বে । অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা । সুরা ওয়াক্বিয়াহঃ ০৫-০৬
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ
এবং পাহাড় পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মতো । সুরা ক্বারিয়াহঃ ০৫
وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ
আর যখন সমুদ্রগুলোকে অগ্নিউত্তাল করে তোলা হবে । সুরা তাকওয়ীরঃ ০৬
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ
এবং যখন সমুদ্রগুলোকে উত্তাল করে একাকার করা হবে । সুরা ইনফিতারঃ ০৩

শিঙ্গায়_ফুঁৎকারের_মধ্য_দিয়ে_কিয়ামত_শুরু_হবে


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَسْلَمَ الْعِجْلِيِّ، عَنْ بِشْرِ بْنِ شَغَافٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ أَعْرَابِيٌّ يَا رَسُولَ اللَّهِ مَا الصُّورُ قَالَ ‏ "‏ قَرْنٌ يُنْفَخُ فِيهِ ‏"‏ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ سُلَيْمَانَ التَّيْمِيِّ ‏.‏
আবদুল্লাহ বিন আমর (রাঃ) থেকে বর্ণিত এক বেদুঈন জিজ্ঞাস করলো, ইয়া রাসুলুল্লাহ ﷺ শিঙ্গা কি ? মুহাম্মাদ ﷺ বললেনঃ (কোন প্রানীর) শিং তাতে ফু দেয়া হবে । তিরমিযী ৫/ ৩২৪৪
The Messenger of Allah (ﷺ) mentioned the name of the one who will sound the trumpet (sahib as-sur) and said: On his right will be Jibra'il and on his left will be Mika'il.
حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ، حَدَّثَنَا بِشْرٌ، - يَعْنِي ابْنَ عُمَرَ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، قَالَ ذُكِرَ كَيْفَ قِرَاءَةُ جِبْرَائِلَ وَمِيكَائِلَ عِنْدَ الأَعْمَشِ فَحَدَّثَنَا الأَعْمَشُ عَنْ سَعْدٍ الطَّائِيِّ عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَاحِبَ الصُّورِ فَقَالَ ‏ "‏ عَنْ يَمِينِهِ جِبْرَائِلُ وَعَنْ يَسَارِهِ مِيكَائِلُ ‏"‏ ‏.‏
শিঙ্গায় ফু দেয়ার সময় ফু দাতার ডান পাশে জিবরাঈল (আঃ) এবং বান পাশে মিকাইল (আঃ) অবস্থান করবেন । আবু দাউদঃ ৪/ ৩৯৯৯
শিঙ্গার আওয়াজ এতো বিকট হবে যে মানুষ শোনা মাত্রই মৃত্যুবরন করতে শুরু করবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন