বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

ভেক্সিনেশন ও প্রয়োজনীয় জিনিসপত্র

সৌদি সরকারের নির্দেশিত ভেক্সিনেশন বা টিকা আপনার স্বাস্থ্যের জন্য অবশ্যই নিতে হবে এবং তার সার্টিফিকেট পাসপোর্টের সাথে থাকতে হবে । বাংলাদেশ থেকে যারা হজ্জ আদায়ের জন্য যান তাদের টিকার ব্যবস্থা হজ্জ এজেন্সীর পত্র নিয়ে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে ভেক্সিনেশন পাওয়া যাবে । কিন্তু বিদেশ থেকে যে সকল বাংলাদেশি হজ্জে যান তাদেরকে নিজ দায়িত্বে এ ব্যবস্থা সুসম্পন্ন করতে হবে । এরপর সফরের জন্য আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিতে হবে । যেমনঃ
০১ । পুরুসদের জন্য দুই টুকরা সেলাইবিহীন সাদা সুতি কাপড় যেটা টাওয়েল জাতিয় হলে ভালো হয় । দুই সেট নিতে হবে ।
০২ । নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় পোশাক নেয়া যায় বা মক্কা মদীনা থেকে লম্বা জুব্বাও কিনে নেয়া যায় ।
০৩ । টুপি বা সৌদি রুমাল ।
০৪ । আন্ডারওয়ার, কিন্তু ইহরাম  অবস্থায় আন্ডারওয়ার পরা যাবে না ।
০৫ । সাধারন জুতা যা পুরুষ ও মহিলাগন নিবেন এবং দুই ফিতা ওয়ালা স্যান্ডেল ।
০৬ ।  কোমরের বেল্ট যা প্যান্ট বা ইহরামের কাপড়ের সাথে পরতে পারবেন ।
০৭ । ঘুমানোর জন্য লুঙ্গী বা পায়জামা, গেঞ্জি ।
০৮ । গোসলের জন্য টাওয়েল ছোট একটি ও বড় একটি এবং গামছা ।
০৯ । ঠান্ডার মৌসুম হলে প্রয়োজনীয় শীতের পোশাক ।
১০ । মহিলাদের বোরখা, সেলাওয়ার কামিজ, ওড়না হিজাব ।
১১ । বিছানার চাদর ও বালিশের কভার যদি প্রয়োজন মনে করেন ।
১২ । আরাফাত ও মুজদালিফায় অবস্থানের জন্য বাতাস দিয়ে ফুলানো বালিশ, জায়নামাজ, সানগ্লাস, কোমরে বাধার জন্য মানি বেল্ট, টাকা রাখার জন্য গলায় ঝুলানো ব্যাগ, এগুলো অবশ্য ওখান থেকেও কেনা যায়, এজেন্সীও দিয়ে থাকে ।
১৩ । ছাতা, হাত ঘড়ি, খাবার প্লেট-গ্লাস, নেইল কাটার, কাপড় ধোয়া ও গায়ে মাখা সাবান, পিঠে ঝুলানো ব্যাগ । 
টুথ পিক, টয়লেট ও ফেসিয়াল টিস্যু পেপার, মোবাইল ফোন, ছোট টর্চ লাইট, লোশন বা শরীরে মাখার জন্য তেল, মুখে মাখার ক্রীম, ভ্যাজলিন, পাউডার, ছোট একটা কেচি, শেভ যারা করেন তারা প্রয়োজনীয় উপকরন নিবেন ।

আপনার প্রেসক্রিপশন সহ নিয়মিত সেবনের প্রয়োজনীয় ঔষধ ছাড়াও আমাশা, ডাইরিয়া, সর্দি কাশি জ্বর অ্যালার্জি ইত্যাদীর জন্য কিছু ঔষধ নিতে পারেন । আলাদা একটি ছোট ব্যাগের মধ্যে একটি নোট বুকে প্রয়োজনীয় দেশী বিদেশী ফোন নাম্বার নিন । পাসপোর্ট, অর্থ, ভ্রমনের সকল কাগজপত্র ইত্যাদী দুই সেট ফটোকপি যথাযথভাবে সংরক্ষন করুন  এবং এগুলোর ব্যাপারে সব সময় সচেতন থাকুন । ---(চলবে)-------

"শারঈ' মানদন্ডে
দোয়া-যিকির,হজ্জ ও উমরা"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন