সোমবার, ২৪ আগস্ট, ২০১৫

জেদ্দা এয়ারপোর্ট

জেদ্দা বিমান বন্দরে নেমে বিশ্রাম কক্ষে অপেক্ষা করতে হবে । পাসপোর্টে প্রবেশ সিল লাগানো হলে আপনার লাগেজ/ব্যাগ সংগ্রহ করুন । ব্যাগ মেশিনে স্ক্যান করিয়ে মুল বিল্ডিং থেকে বের হলে ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ আপনার ব্যাগ নিয়ে বড় ট্রলিতে উঠিয়ে নিবে । পাসপোর্টে সিল মোহর লাগানো এবং স্ক্যানিং পর্যন্ত আপনাকে অনেক সময় বসে কিংবা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে । 

বাংলাদেশের পতাকা টানানো জায়গায় আপনার ব্যাগসহ ধৈর্য ধরে অপেক্ষা করুন । পাসপোর্টে লাগানো স্টিকারই আপনার সৌদি মোয়াল্লেম নাম্বার । জেদ্দা থেকে মক্কা কিংবা মদীনা যেতে আপনার পাসপোর্টে লাগানো স্টিকারে যে নাম্বার আছে সেই নাম্বারের বাসে আপনাকে নিয়ে যাবে । সর্ব অবস্থায় বাসের জন্য ধৈর্যের সাথে অপেক্ষা করুন । আপনার এজেন্সীর কন্ট্রাককৃত সৌদি মোয়াল্লেমের বাস মক্কা ও মদীনায় হোটেলে/বাসায় পৌঁছে দেবে । আপনার পাসপোর্টটি জেদ্দা এয়ারপোর্ট থেকে মোয়াল্লেম কর্তৃপক্ষ নিয়ে নেবে । --(চলবে)-------
"শারঈ' মানদন্ডে
দোয়া-যিকির,হজ্জ ও উমরা" 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন