শনিবার, ২২ আগস্ট, ২০১৫

ঢাকা হজ্জ ক্যাম্পে করনীয়


ব্যালটি হাজী হলে হজ্জ অফিস থেকে প্রেরিত অনুমতিপত্রে নির্ধারিত যে তারিখ থাকবে, সে তারিখে নির্দিষ্ট সময়ের মধ্যে হজ্জ ক্যাম্পে গিয়ে রিপোর্ট করবেন । নন-ব্যালটি বা বেসরকারী ব্যবস্থাপনায় হজ্জযাত্রীগন এজেন্সীর পরামর্শ অনুযায়ী পরবর্তী কার্যসমূহ করবেন । হজ্জ ক্যাম্পে রিপোর্ট করার সময় সরকারী ব্যবস্থাপনার ব্যালটি হাজীগন সাথে করে আনবেন অনুমতিপত্র, ব্যাংকে টাকা জমা দেয়ার ডুব্রলিকেট রশিদ সমূহ, মেডিকেল সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র । নন- ব্যালটি বা বেসরকারী ব্যবস্থাপনার হাজী সাহেবগন সংশ্লিস্ট এজেন্সীর পরামর্শ অনুযায়ী কাগজপত্র সাথে আনতে হবে । হজ্জ ক্যাম্পের ডরমেটরিতে শুধু হজ্জযাত্রীদের থাকার অনুমতি দেয়া হয় । তাই আত্মীয় স্বজন সাথে আসলেও তারা নিচ তলায় হজ্জযাত্রীকে নানাবিধ দাফতরিক কাজে সহযোগিতা করতে পারেন । হজ্জ ক্যাম্পে ধূমপান ও পান খাওয়া নিষেধ । প্রয়োজনীয় খাবার খেতে তিনটি ক্যান্টিনে ২৪ ঘণ্টা খোলা পাবেন । বাইরে থেকে খাবার আনার প্রয়োজন নেই । প্রয়োজনীয় সকল  কাগজপত্র ও বৈদেশিক মুদ্রা যথাযথভাবে সংরক্ষন করতে হবে । এগুলো হারিয়ে গেলে বা ত্রুটি থাকলে হজ্জে যাওয়া যাবে না । নিজের ব্যাগ বা লাগেজে নাম ঠিকানা, পাসপোর্ট ও মোবাইল নাম্বার লিখে লাগেজের গায়ে সেঁটে দেয়া যেতে পারে । ---(চলবে)-------

"শারঈ' মানদন্ডে

দোয়া-যিকির,হজ্জ ও উমরা"


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন