শুক্রবার, ১৯ জুন, ২০১৫

মীকাতঃ


হজ্জের পরিভাষায় মীকাত সে স্থানকে বলা হয়, হজ্জ বা উমরা করার উদ্দেশ্যে যে স্থান অতিক্রম করার পূর্বে ইহরাম বাধতে হয় । সব থেকে উত্তম নিজ বাড়ি থেকে ইহিরাম বেধে হজ্জের সফরে যাত্রা করা । মক্কার বাইরের মানুষদের জন্য হাদীসে বেশ কয়েকটি স্থানের উল্লেখ করা হয়েছে । 

১ । ইয়ালামলাম পর্বত । এই পর্বতটি পবিত্র মক্কা থেকে ৯২ কিলোমিটার দূরে আরব সাগর তীরের অদুরে অবস্থিত ।বাংলাদেশ বা দক্ষিন এশিয়ার হাজীদের মীকাত ।
২ । যুলহুলাইফা । এ স্থানটি পবিত্র মদীনা থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত ।  মদীনা থেকে বা এ পথে যারা মক্কায় যাবেন এটিই তাদের মীকাত ।
৩ । যাতুল ইরাক । এরাকের অধিবাসী বা যারা এই পথে মক্কায় আসবেন এটা তাদের মীকাত । মক্কা থেকে ৯৪ কিলোমিটার দূরে পূর্ব উত্তর দিকে এই স্থানটি অবস্থিত ।
৪ । যুহফা । মিশর, ফিলিস্তিন ঐ অঞ্চলের আগত হাজীদের যুহফা নামক স্থানই মীকাত । এস্থানটি মক্কা থেকে ১৮৩ কিলোমিটার দূরে অবস্থিত ।

৫ । কারনুল মানাযিল । নজদবাসী বা এ পথে যারা মক্কায় যাবেন এই স্থানটিই তাদের মীকাত । এস্থানটি মক্কা থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত । (চলবে)-------
"শারঈ' মানদন্ডে
দোয়া-যিকির,হজ্জ ও উমরা"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন