সহীহ হাদীসের মাধ্যমে এ বিষয়টি প্রমানিত হয়েছে যে, আখেরী নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে যুহর ও আসর নামাজ একত্রে আদায় করেছেন । তিনি যুহরের আযান ও ইক্বামত দেয়ার পর যুহরের নামাজ কসর আদায় করেন, তারপর আবার ইক্বামত দেয়া হয় এবং তিনি আসরের নামাজ কসর আদায় করেন । অর্থাৎ
দুই আযানের প্রয়োজন নেই । আযান একবারই দিতে হয় । শুধু ইক্বামত দুইবার দিতে হবে । যুহর নামাজের জন্য একবার এবং আসরের নামাজ যুহরের ওয়াক্তেই আদায় করতে হয় । মসজিদে নামিরায় খুতবার পর যুহর এবং আসর কসর একত্র করে জামায়াতে কসর আদায় করা হয় । -------(চলবে)
দুই আযানের প্রয়োজন নেই । আযান একবারই দিতে হয় । শুধু ইক্বামত দুইবার দিতে হবে । যুহর নামাজের জন্য একবার এবং আসরের নামাজ যুহরের ওয়াক্তেই আদায় করতে হয় । মসজিদে নামিরায় খুতবার পর যুহর এবং আসর কসর একত্র করে জামায়াতে কসর আদায় করা হয় । -------(চলবে)
"শারঈ' মানদন্ডে
দোয়া-যিকির,হজ্জ ও উমরা"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন