মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

মুযদালিফায় মাগরিব ও এশা একত্রে আদায় করাঃ

মুযদালিফায় এসে এশার নামাজের ওয়াক্তে প্রথমে মাগ্রিবের নামাজ ও পরে এশার নামাজ আদায় করতে হয় । রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযদালিফায় এসে এশার নামাজের ওয়াক্তে আযান দিতে বলেছেন, তারপর ইক্বামত দিয়ে মাগরিবের নামাজ আদায় করেছেন । এ নামাজ শেষ করেই তিনি পুনরায় ইক্বামত দিতে বলেছেন । ইক্বামত শেষে এশার নামাজ কসর আদায় করেছেন । (মুসলিম)
হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তায়ালা আনহুা বলেনঃ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযদালিফায় মাগরিব ও এশা একত্রে পড়েছেন, প্রত্যেক নামাজ ভিন্ন ভিন্ন ইক্বামত দিয়ে পড়েছেন এবং উভয় নামাজের মাঝে তিনি কোন তাসবীহ পড়েননি  (বোখারী) ।  -------(চলবে) 
"শারঈ' মানদন্ডে
দোয়া-যিকির,হজ্জ ও উমরা"





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন