ঘুমের কাছে যারা দুর্বল তারা ইচ্ছে করলে মুযদালিফায় ঘুমাতেও পারেন । কিছু সময় ঘুমিয়ে সমগ্র রাত মহান আল্লাহর তাসবীহ তাহলীল কুরআন তেলাওয়াত এবং দোয়ার মাধ্যমে রাত অতিবাহিত করাই উত্তম । ইসলামী চিন্তাবীদগন বলেছেন মুযদালিফা থেকেই পাথর সংগ্রহ করা মুস্তাহাব ।
মুজদালিফায় এসে প্রথমে মাগরিব ও এশা নামাজ আদায় করে তারপর ৪৯টি কঙ্কর বা পাথর সংগ্রহ করা উচিত । অনেকেই আগে পাথর সংগ্রহ করে তারপর নামাজ আদায় করেন, এটা ঠিক নয় । তাহাজ্জুদের নামাজ পড়ুন । কান্না কাটি করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন । হয়তো জীবনে আর কখনো আপনি এখানে আসতে না পারেন । হয়তো পবিত্র এই ময়দানে আপনার শেষ আসা । দোয়া করুন দেশ মাটি মা মানুষের জন্য । শান্তির জন্য । স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য । মহান আল্লাহ আপনার হজ্জ, উমরাহ, রোজা এবং সকল এবাদত, নেক চাওয়া কবুল করুন । আমিন ।। -------(চলবে)
"শারঈ' মানদন্ডে
দোয়া-যিকির,হজ্জ ও উমরা"
দোয়া-যিকির,হজ্জ ও উমরা"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন