মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

উ'কুফে আরাফাহ এবং ঐ দিন রোজা পালনঃ

উ'কুফে আরাফাহ বা আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ্জের মুল বিষয় । ৯ই জিলহজ্জ তারিখে যুহর থেকে মাগরিব পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ । এ ময়দানে অবস্থান না করলে হজ্জ হবে না । আখেরী নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হজ্জ হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা । যে ব্যক্তি আরাফাতের ময়দানে অবস্থান করেছে সে হজ্জ পেয়েছে । (আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবিনে মাজাহ) ।





আরাফার দিন দোয়া কবুলের দিন এবং মহান আল্লাহ সুবহানাহু তায়ালা এদিনে তার হজ্জ আদায়কারী বান্দাদের ক্ষমা করেন এবং তাদের দোয়া কবুল করেন । এদিনে রহমাতুল্লিল আলামীন মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছিলেন বলে সহীহ হাদীস দ্বারা প্রমানিত নয় । সুতরাং আরাফার দিন রোজা না রাখাই মুস্তাহাব । যাতে করে হজ্জ পালনকারী ব্যাক্তি দোয়া, তেলাওয়াত ও যিকিরের জন্য প্রয়োজনীয় শারিরীক শক্তি পায় । আরাফার দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কিত যে হাদীসগুলো পাওয়া যায়, সেগুলো যারা হজ্জ করতে যাননি তাদের জন্য প্রযোজ্য । --------(চলবে) 
"শারঈ' মানদন্ডে
দোয়া-যিকির,হজ্জ ও উমরা" 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন