আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণে ২৬ জন কাউন্সিলর প্রার্থীর সমর্থনে গণসংযোগ চালাচ্ছে জামায়াতে ইসলামী । এর মধ্যে ১৯ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিরর এবং সাতজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর । বিএনপির পাশাপাশি জামায়াত সমর্থিত প্রার্থীরাও ‘আদর্শ ঢাকা আন্দোলন’র শ্লোগানে স্বতন্ত্রভাবে প্রচারণা চালাচ্ছেন । ২০ দলীয় জোটের অন্যতম শরীক জামায়াত তিনটি সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে কোনো প্রার্থী না দিলেও কাউন্সিলর পদে কিছু ওয়ার্ডে প্রার্থী দিয়েছে । জামায়াতের সাথে এই নির্বাচনের ব্যাপারে জোটের প্রধান শরীক বিএনপির এখন পর্যন্ত যোগাযোগ নেই । চট্টগ্রামে ১১ জন জামায়াত সমর্থিত কাউন্সিলরের পক্ষে বিএনপির সমর্থন দেয়ার ব্যাপারে স্থানীয়ভাবে আলোচনা চলছে বলে জানা গেছে । যদিও সেগুলোরও প্রায় সবগুলোতে বিএনপিরও প্রার্থী রয়েছে । ঢাকায় এ ধরণের কোনো আলোচনা এখনো হয়নি । নির্বাচনে এখন পর্যন্ত জামায়াত তাদের সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষেই প্রচারণায় সক্রিয় রয়েছে । জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা হলেনঃ
ঢাকা উত্তর : সাধারন ওয়ার্ডে আশ্রাফুল আলম (পল্লবী-মিরপুর : ওয়ার্ড-৩, প্রতীক-টিফিন ক্যারিয়ার),
লস্কর মো. তাসলিম (কাফরুল, ভাষানটেক : ওয়ার্ড-৪, প্রতীক-ঠেলাগাড়ি), অ্যাডভোকেট এনায়েত হোসেন (মিরপুর পুর্ব : ওয়ার্ড-১৩, প্রতীক-কাঁটাচামচ), তারেক রেজা তুহিন (মিরপুর, কাফরুল : ওয়ার্ড-১৪, প্রতীক-রেডিও), আবুল কালাম মো. মোস্তাফিজুর রহমান (রামপুরা : ওয়ার্ড-২২, প্রতীক-ট্রাক্টর), শরীফ মিজানুর রহমান (তেজগাঁও : ওয়ার্ড-২৬, প্রতীক-ট্রাক্টর), মুক্তিযোদ্ধা মো. ইকবাল (মোহাম্মদপুর : ওয়ার্ড-২৯, প্রতীক-মিষ্টিকুমড়া), মনজুরুল আলম (রমনা : ওয়ার্ড-৩৫, প্রতীক-টিফিন ক্যারিয়ার) ও মাওলানা সালেহ সিদ্দিকী (রমনা : ওয়ার্ড-৩৬, প্রতীক-লাটিম)। ঢাকা দক্ষিণ : কবির আহমেদ (খিলগাঁও: ওয়ার্ড-১, প্রতীক-কাঁটাচামচ), মাওলানা শহীদুল ইসলাম (খিলগাঁও : ওয়ার্ড-৩, প্রতীক-ঘুড়ি), উমর ফারুক মজুমদার (সবুজবাগ : ওয়ার্ড-৫, প্রতীক-এয়ারকন্ডিশনার), গোলাম শাফি মহিউদ্দিন (মুগদা : ওয়ার্ড-৬, প্রতীক-টিফিন ক্যারিয়ার), মোশাররফ হোসেন চঞ্চল (শাহজাহানপুর: ওয়ার্ড-১১, প্রতীক-লাটিম), আঞ্জুমান আরা রব (পল্টন: ওয়ার্ড-১৩, প্রতীক-কাঁটাচামচ), ডা: আতাহার আলী (ওয়ারী : ওয়ার্ড-৩৯, প্রতীক-মিষ্টিকুমড়া), আবদুল মান্নান (গেন্ডারিয়া : ওয়ার্ড-৪৬, প্রতীক-লাটিম), শফিকুল ইসলাম (শ্যামপুর কদমতলি : ওয়ার্ড-৫২, প্রতীক-লাটিম) ও হাফেজ আহমাদ হাসান (কদমতলী, শ্যামপুর : ওয়ার্ড-৫৩, প্রতীক-কাঁটাচামচ)।সংরক্ষিত মহিলা ওয়ার্ড : উত্তরে উম্মে সালমা (কাফরুল, ভাসানটেক, ক্যান্টনমেন্ট, শেরে বাংলানগর : ৪, ১৫, ১৬ ওয়ার্ড, প্রতীক- মোড়া), মাসুদা আক্তার (দারুস সালাম, মিরপুর, কাফরুল : ১২, ১৩, ১৪ ওয়ার্ড, প্রতীক-কেতলি), আমেনা বেগম (রামপুরা, রমনা : ২২, ২৩, ৩৬ ওয়ার্ড, প্রতীক-গ্লাস), কাওসার জাহান (মোহাম্মদপুর, আদাবর : ২৯, ৩০, ৩২ ওয়ার্ড, প্রতীক-শিলপাটা) ঢাকা দক্ষিণে শামিমা আকতার (খিলগাঁও, সবুজবাগ : ২, ৩, ৪ ওয়ার্ড, প্রতীক-গ্লাস), দিলারা বেগম ( পল্টন, রমনা, শাহবাগ : ১৩, ১৯, ২০ ওয়ার্ড, প্রতীক-স্টিলের আলমারি) ও হাসনা হেনা (শ্যামপুর, কদমতলী : ৫২, ৫৩, ৫৪ ওয়ার্ড, প্রতীক-কেতলি)।
যে যেখানে আছেন সেখান থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিন । নির্বাচনে বিজয় আনতে হবে ।
ঢাকা উত্তর : সাধারন ওয়ার্ডে আশ্রাফুল আলম (পল্লবী-মিরপুর : ওয়ার্ড-৩, প্রতীক-টিফিন ক্যারিয়ার),
লস্কর মো. তাসলিম (কাফরুল, ভাষানটেক : ওয়ার্ড-৪, প্রতীক-ঠেলাগাড়ি), অ্যাডভোকেট এনায়েত হোসেন (মিরপুর পুর্ব : ওয়ার্ড-১৩, প্রতীক-কাঁটাচামচ), তারেক রেজা তুহিন (মিরপুর, কাফরুল : ওয়ার্ড-১৪, প্রতীক-রেডিও), আবুল কালাম মো. মোস্তাফিজুর রহমান (রামপুরা : ওয়ার্ড-২২, প্রতীক-ট্রাক্টর), শরীফ মিজানুর রহমান (তেজগাঁও : ওয়ার্ড-২৬, প্রতীক-ট্রাক্টর), মুক্তিযোদ্ধা মো. ইকবাল (মোহাম্মদপুর : ওয়ার্ড-২৯, প্রতীক-মিষ্টিকুমড়া), মনজুরুল আলম (রমনা : ওয়ার্ড-৩৫, প্রতীক-টিফিন ক্যারিয়ার) ও মাওলানা সালেহ সিদ্দিকী (রমনা : ওয়ার্ড-৩৬, প্রতীক-লাটিম)। ঢাকা দক্ষিণ : কবির আহমেদ (খিলগাঁও: ওয়ার্ড-১, প্রতীক-কাঁটাচামচ), মাওলানা শহীদুল ইসলাম (খিলগাঁও : ওয়ার্ড-৩, প্রতীক-ঘুড়ি), উমর ফারুক মজুমদার (সবুজবাগ : ওয়ার্ড-৫, প্রতীক-এয়ারকন্ডিশনার), গোলাম শাফি মহিউদ্দিন (মুগদা : ওয়ার্ড-৬, প্রতীক-টিফিন ক্যারিয়ার), মোশাররফ হোসেন চঞ্চল (শাহজাহানপুর: ওয়ার্ড-১১, প্রতীক-লাটিম), আঞ্জুমান আরা রব (পল্টন: ওয়ার্ড-১৩, প্রতীক-কাঁটাচামচ), ডা: আতাহার আলী (ওয়ারী : ওয়ার্ড-৩৯, প্রতীক-মিষ্টিকুমড়া), আবদুল মান্নান (গেন্ডারিয়া : ওয়ার্ড-৪৬, প্রতীক-লাটিম), শফিকুল ইসলাম (শ্যামপুর কদমতলি : ওয়ার্ড-৫২, প্রতীক-লাটিম) ও হাফেজ আহমাদ হাসান (কদমতলী, শ্যামপুর : ওয়ার্ড-৫৩, প্রতীক-কাঁটাচামচ)।সংরক্ষিত মহিলা ওয়ার্ড : উত্তরে উম্মে সালমা (কাফরুল, ভাসানটেক, ক্যান্টনমেন্ট, শেরে বাংলানগর : ৪, ১৫, ১৬ ওয়ার্ড, প্রতীক- মোড়া), মাসুদা আক্তার (দারুস সালাম, মিরপুর, কাফরুল : ১২, ১৩, ১৪ ওয়ার্ড, প্রতীক-কেতলি), আমেনা বেগম (রামপুরা, রমনা : ২২, ২৩, ৩৬ ওয়ার্ড, প্রতীক-গ্লাস), কাওসার জাহান (মোহাম্মদপুর, আদাবর : ২৯, ৩০, ৩২ ওয়ার্ড, প্রতীক-শিলপাটা) ঢাকা দক্ষিণে শামিমা আকতার (খিলগাঁও, সবুজবাগ : ২, ৩, ৪ ওয়ার্ড, প্রতীক-গ্লাস), দিলারা বেগম ( পল্টন, রমনা, শাহবাগ : ১৩, ১৯, ২০ ওয়ার্ড, প্রতীক-স্টিলের আলমারি) ও হাসনা হেনা (শ্যামপুর, কদমতলী : ৫২, ৫৩, ৫৪ ওয়ার্ড, প্রতীক-কেতলি)।
যে যেখানে আছেন সেখান থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিন । নির্বাচনে বিজয় আনতে হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন