হজ্জের মুল লক্ষ্য ও উদ্দেশ্য হলো, সমগ্র পৃথিবীর মুসলিমকে পবিত্র কুরআনের পতাকাতলে এনে ঐক্যবদ্ধ করা । মুসলিমদের ঐক্যবদ্ধ করে তাদের সার্বিক উন্নতি বিধান করে তাদেরকে এক আল্লাহর গোলামীতে নিয়োজিত করা । এক আল্লাহর রশি অর্থাৎ ইসলামের বিধান অনুসরনে উজ্জীবিত করা এবং মহান আল্লাহর বিধান অনুসরণের মাধ্যমে আত্মিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন করা । যতদিন পর্যন্ত মুসলমানগন হজ্জের মুল লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সচেতন ছিলো ততদিন তারা সমগ্র পৃথিবীতে নিজেদেরকে একই উম্মাহ হিসেবে অনুভব করেছে এবং সমগ্র পৃথিবীতে তারা ছিলো অপরাজেয় শক্তি । হজ্জের মুল উদ্দেশ্য যখন মুসলিমগন ভুলে গিয়েছে, তখনই তাদের মধ্যে নানা ধরনের মত ও পথের অনুপ্রবেশ ঘটেছে । এর ফলে, মুসলিমগন নানা দল ও উপদলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যেই রক্তপাত ঘটাতে শুরু করেছে ।
ইসলাম সংকীর্ণ বা ভউগলিক জাতীয়তাবাদে বিশ্বাস করে না, ইসলাম আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসি । মুসলিমগন পৃথিবীর যেখানেই অবস্থান করুক না কেনো, তারা পরস্পরে ভাই ভাই এবং একে অপরের সমস্যায় তারা বেদনানুভব করবে । আর এটাই ছিলো হজ্জের মুল লক্ষ্য উদ্দেশ্য । হজ্জের মুল লক্ষ্য ভুলে গিয়ে মুসলিমরা বর্তমানে ভউগলিক ও ভাষাভিত্তিক বা আঞ্চলিক জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে আরেক দেশের মুসলিমদের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন হয়ে পড়েছে । আর এই সুযোগে ইসলাম ও মুসলিমদের শ্ত্রুরা একের পর এক মুসলিম জাতি দেশ ধ্বংশ ও দখল করার সুযোগ পেয়েছে এবং মুসলিমদের সকল প্রকার সম্পদ লুন্ঠন করে নিজ দেশকে সমৃদ্ধ করছে । এই অবস্থা থেকে পরিত্রান পেতে মুসলমানদেরকে পুনরায় হজ্জের মুল লক্ষ্য উদ্দেশ্য ও শিক্ষায় নিজেদের সচেতন করতে হবে ।
সুত্রঃ "শারঈ' মানদন্ডে
দোয়া-যিকির,হজ্জ ও উমরা"
(চলবে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন