শারীরিক দিক দিয়ে অপারগ হলে হজ্জ আদায়ে ইচ্ছুক নারী বা পুরুষ আরেকজনকে প্রতিনিধি নিয়োগ করে হজ্জ আদায় করতে পারেন, এ প্রক্রিয়াকেই বদলী হজ্জ বলে । কেউ কাউকে প্রতিনিধি করে পাঠালে যার পক্ষ থেকে হজ্জ আদায় করা হচ্ছে, ইহরামের সম তার পক্ষে হজ্জের নিয়ত করতে হবে । ইসলামী চিন্তাবিদগণ বদলী হজ্জ করার বেশ কিছু শর্তের কথা উল্লেখ করেছেন । এসব শর্তের সাথে কোন কোন চিন্তাবিদ ঐক্যমত পোষণ করেছেন কেউ কেউ আবার দ্বিমতও পোষণ করেছেন ।
কেউ বলেছেন, হজ্জ ফরজ হয়েছিলো এমন ব্যক্তি যদি ইন্তেকাল করে, তাহলে তার পক্ষ থেকে তার রেখে যাওয়া সম্পদ থেকে ব্যয় করে বদলী হজ্জ করা যাবে । কেউ বলেছেন, মৃত ব্যক্তি যদি তার পক্ষ থেকে হজ্জ আদায়ের অসিয়ত করে যায় তাহলেই কেবল বদলী হজ্জ করা যাবে ।
বদলী হজ্জ যিনি করতে যাচ্ছেন, তাকে অবশ্যই নিয়ত করতে হবে যে, আমি অমুকের পক্ষ থেকে হজ্জ আদায় করতে যাচ্ছি । যার পক্ষ থেকে বদলী হজ্জ করা হচ্ছে, হজ্জের সমুদয় ব্যায়ভার তাকেই বহন করতে হবে । ---(চলবে)
"শারঈ' মানদন্ডে
দোয়া-যিকির,হজ্জ ও উমরা"
Shameem Sayedee - শামীম সাঈদী
কেউ বলেছেন, হজ্জ ফরজ হয়েছিলো এমন ব্যক্তি যদি ইন্তেকাল করে, তাহলে তার পক্ষ থেকে তার রেখে যাওয়া সম্পদ থেকে ব্যয় করে বদলী হজ্জ করা যাবে । কেউ বলেছেন, মৃত ব্যক্তি যদি তার পক্ষ থেকে হজ্জ আদায়ের অসিয়ত করে যায় তাহলেই কেবল বদলী হজ্জ করা যাবে ।
বদলী হজ্জ যিনি করতে যাচ্ছেন, তাকে অবশ্যই নিয়ত করতে হবে যে, আমি অমুকের পক্ষ থেকে হজ্জ আদায় করতে যাচ্ছি । যার পক্ষ থেকে বদলী হজ্জ করা হচ্ছে, হজ্জের সমুদয় ব্যায়ভার তাকেই বহন করতে হবে । ---(চলবে)
"শারঈ' মানদন্ডে
দোয়া-যিকির,হজ্জ ও উমরা"
Shameem Sayedee - শামীম সাঈদী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন