শনিবার, ১৬ মে, ২০১৫

হজ্জ আত্মিক উন্নতির মাধ্যমঃ


যিনি হজ্জ আদায়ের জন্য ইহরাম বাধলেন তখন থেকেই সেই মানুষটি ইসলামের প্রত্যেকটি নির্দেশ যথাযথভাবে পালন করতে হয়, এর ব্যতিক্রম করা যায় না । করলে হজ্জ বাতিল হয়ে যায় অথবা হজ্জ ত্রুটি পূর্ণ হয় । এজন্যে প্রত্যেক হাজী সাহেবই হজ্জ আদায়কালে মহান আল্লাহ তার রাসুলের (সাঃ) নির্দেশ সমুহ পালনে যত্নবান থাকেন । যেমন দাড়ি চুল আচড়ানো যাবে না, দেহের কোথাও চুলকালেও এমন সতর্কভাবে চুলকাতে হয় যে, যেনো দেহের কোন পশম ছিড়ে না যায় । সকল ব্যাপারে নিজের স্বার্থ ত্যাগ করে অন্যকে অগ্রাধিকার দিতে হয় । হিংসা বিদ্বেষ পরিহার করে এবং ভাষা ও বর্ণের পার্থক্য ভুলে সকল হাজী সাহেব একে অপরের আপনজনে পরিনত হয় । এ অবস্থায় কোনো প্রানীকে হত্যা করা যায় না । নিজের জৈবিক চাহিদাকেও দমন করে রাখতে হয় । মুখে কোন কটু বাক্য উচ্চারন করা যায় না । মিথ্যা পরিহার বর্জন করতে হয় । অন্যের স্বার্থে আঘাত দেয়া যায় না । অন্যের প্রয়োজন পুরনে এগিয়ে যেতে হয় ।

সেই সাথে সময়ের প্রত্যেক মুহূর্তে মহান আল্লাহ তায়ালাকে স্মরণ রাখতে হয় । কেঊ নফল নামায আদায় করতে থাকে, কেউ পবিত্র কুরআন তিলাওয়াত করতে থাকে কেউবা তাসবিহ তাহলিল পাঠে মশগুল থাকে । অর্থাৎ সময়ের প্রত্যেক মুহূর্ত মহান আল্লাহর যিকর বা তার স্মরনে অতিবাহিত করতে হয় । এভাবে একজন মানুষের অভ্যন্তর থেকে সকল প্রকার খারাপ দিক মুছে গিয়ে সে স্থলে তাক্ব্বয়াদারী ও পরহেজগারী সৃষ্টি হয় । আর এভাবেই মানুষ নিজ আত্মাকে পরিশুদ্ধ করে নিজেকে মহান মালিক আল্লাহর নৈকট্যের দিকে অগ্রসর করিয়ে থাকে । এ জন্যই হাদীসে ব্লা হয়েছে, 'মানুষ মাতৃগর্ভ থেকে যেভাবে নিস্পাপ অবস্থায় পৃথিবীতে আগমন করে, ঠিক তেমনি যে ব্যাক্তি হজ্জ আদায়ে সকল শর্ত যত্নের সাথে পালন করেছে, সে ব্যক্তি নিস্পাপ হয়ে যায়' । অর্থাৎ তার কোন গুনাহ অবশিষ্ট থাকে না । হজ্জ এভাবেই মানুষের আত্মিক ও চারিত্রিক উন্নতি ঘটিয়ে মহান আল্লাহর সান্নিধ্য অর্জন তথা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ উম্মুক্ত করে দেয় ।
"শারঈ' মানদন্ডে
দোয়া-যিকির,হজ্জ ও উমরা"
Shameem Sayedee - শামীম সাঈদী
(চলবে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন